০৪ নভেম্বর ২০২০, ১২:৩২

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন  © টিডিসি ফটো

পিরোজপুরে শাক-সবজি, চাল ডাল তেল’সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার শহরের টাউনক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাম রাজনীতির সমর্থক এই সংগঠনটির নেতা কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে তা গরিব মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকার অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে না পারলে অনেক গরিব অসহায় মানুষ না খেয়ে মারার অবস্থা তৈরি হবে।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী বলেন, বর্তমান বাজারের খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেহাল অবস্থা। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম নিশ্চিত করতে হবে সরকারকে। এতে ব্যর্থ হলে জনসাধারণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, দপ্তর সম্পাদক আবির হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমিন তুলি, সদর শাখার সাংস্কৃতিক সম্পাদক এস আই রানা প্রমুখ।