পোশাক পরা নিয়ে বিজ্ঞপ্তি, জনস্বাস্থ্যের পরিচালক ওএসডি

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম  © টিডিসি ফটো

হিজাব পরাসহ টাখনুর ওপর পোশাক পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

এছাড়া দুর্নীতির মামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা–কর্মচারীদের জন্য পোশাক বিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে আলোচনায় আসেন ডা. আব্দুর রহিম।

গত ২৮ অক্টোবর আইপিএইচ পরিচালক রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন।

সমালোচনার মুখে ভুল স্বীকার করে পোশাকের নির্দেশনা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।

অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ।

পরিচালক পদে নিয়োগ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ