০৩ নভেম্বর ২০২০, ১৪:২৪

রাজনীতিতে সংস্কার আনতে হবে: নুর

নুরুল হক নুর   © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজকের রাজনীতি তো দুর্বৃত্তদের জন্য। যারা কালো টাকার মালিক তাদের জন্য। সেজন্য রাজনীতিতে সংস্কার আনতে হবে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

এ সময় নুর বলেন, ‘রিকশা না চললে মানুষ অচল হয়ে যাবে। রিকশা কীভাবে চলবে সেটার আইন-কানুন আপনারা ঠিক করেন। আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নেন তার কারণেই বারবার বিশৃঙ্খলা তৈরি হয়। আজ মেয়র হয়েছেন, সচিব হয়েছেন, আপনারা কী বুঝবেন শ্রমিকদের কথা।

তিনি বলেন, শুধু এসি রুমে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে আর ‘সহমত ভাই’ হিসেবে যারা রাজনীতি করে, এই রাজনীতি দিয়ে ৫০ বছরেও এই দেশে কোনও পরিবর্তন হয়নি। একটি দুর্বৃত্ত শ্রেণি গড়ে উঠেছে। রাজনীতিতে রিকশাওয়ালা, পুলিশ, আর্মি, সিভিল সবার অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে তাদের সেই সুযোগ করে দিতে হবে। 

শ্রমিক লীগ ও শ্রমিক দলসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাদেরকেও রিক্সা শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বনা জনান ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।

শ্রমিক সংগঠনের নেতাদের সমালোচনা করে নুর বলেন, যার ৩/৪ টা বাস আছে, ৪/৫ টা গার্মেন্টসের মালিক, ঢাকায় ৩/৪ টি ফ্ল্যাট সে কিসের শ্রমিক নেতা। তাই ধান্দাবাজদের নেতা মানা যাবে না। যারা আপনাদের কথা বলবে, পাশে দাঁড়াবে তাদের নেতা মানতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন অপশক্তি নাই আপনাদের সাথে অন্যায় করবে। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একজনকে মারলে, আরেকজনের দৌড়ে পালানো যাবে না