০২ নভেম্বর ২০২০, ২০:০২

অটো প্রমোশনের সিদ্ধান্ত বাদ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী  © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্কুল-কলেজ, ভার্সিটি বন্ধ রেখে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা সব বাতিল করে দিয়ে তাদেরকে অটো প্রমোশন প্রদানের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা জাতীয় জীবনে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সম্প্রতি উন্মুক্ত পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টারের অপারেশন থিয়েটার উদ্বোধনের পর নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাংগীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।

জাফরুল্লাহ বলেন, সরকারের উচিত অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া। অনথ্যায় শিক্ষার ঘাটতি পূরণ তো দূরের কথা, শিক্ষার্থীরা সব উচ্ছন্নে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে শক্তিশালী কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। আর তাদের যা করা দরকার সবই করছে। সারাদেশে আজ নারী ও শিশু ধর্ষণ/নির্যাতন থেকে শুরু করে ছিনতাই, খুন, গুম ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বেড়ে গেছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার অভাবে বাংলাদেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। যার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। সারাদেশে প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় আজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে। স্কুল- কলেজ বন্ধ রাখা এবং অটো প্রমোশন দেয়ার কারণে এসব শিক্ষার্থীরা আজ পড়াশোনা বাদ দিয়ে সব রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।