কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুক যুদ্ধ, অধ্যাপকসহ আহত ৬
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৪:৩০ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২০, ০৪:৩০ PM
কাবুল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিস্ফোরণের পর থেকে বন্দুকধারীদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে। আজ সোমবারের (২ নভেম্বর) এ ঘটনায় এক অধ্যাপকসহ অন্তত ছয় জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকতারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার মুখে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন।
এই হামলায় তাদের যোদ্ধারা জড়িত নয় বলে দাবি করেছে তালেবান। তাতে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করায় হামলাকারীদের পরিচয় অজানাই থেকে গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তখনও বন্দুকের গুলির আওয়াজ পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি সবদিক থেকে বন্ধ করে দিয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন।
‘আমরা সমন্বিত একটি আক্রমণ না অন্য কিছুর সঙ্গে লড়ছি তা পরিষ্কার হয়নি’- জানান তারিক।
পরে তিনি জানান, একাধিক আক্রমণকারী বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছে, তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আকমল সামসর জানিয়েছেন, একজন অধ্যাপক ও এক শিক্ষার্থীসহ অন্তত ছয় জন আহত হয়েছেন।