মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহীতে বিক্ষোভ
রাজশাহীতে বিক্ষোভ  © টিডিসি ফটো

ফ্রান্সে মহানবীর হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সমানে থেকে একটি মিছিল শহরের ‍গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিলিত হয়েছে।

সমাবেশে পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্রের নেতা হাফেজ মাওলানা. মো. রুহুল আমিন, হাফেজ মাওলানা. মো. খাদেমুল ইসলাম, হাফেজ মাওলানা. মো. আনোয়ারুল।

এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন-ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। যার মাধ্যমে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে। এ আঘাত কখনো বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে হবে।


সর্বশেষ সংবাদ