৩০ অক্টোবর ২০২০, ১০:২৫

‘বাতিল’ ছয় মণ কয়েনই লাখপতি বানিয়ে দিল সেই খবিরকে

কয়েনের বিনিময়ে টাকা নিচ্ছেন সবজি ব্যবসায়ী খবির  © সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে দীর্ঘদিন ধরে কয়েন জমিয়ে বিপাকে পড়েছিলেন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খবির। কয়েনগুলো কেউ না নেয়ায় ‘বাতিল’ হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন তিনি। এ নিয়ে গণমাধ্যমেও সচিত্র খবর প্রকাশিত হয়। তবে সেই ‘বাতিল’ কয়েনই লাখপতি বানিয়ে দিল খবিরকে। তার বাড়ি মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে।

গণমাধ্যমের সংবাদ দেখে ঢাকার ব্যবসায়ী মিকা ফার্মা কেয়ারের কর্ণধর নিয়ামুল কবির টিপু সেই ছয় মণ ওজনের ৬০ হাজার টাকার ধাতব মুদ্রা নিয়ে নিয়েছেন। এর বিনিময়ে তাকে এক লাখ টাকা প্রদান করেছেন তিনি। খবিরের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে টাকা তুলে দেন তিনি। এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালসহ অনেকে উপস্থিত ছিলেন।

খবির বলেন, ‘১০ বছর ধরে ক্রেতাদের কাছ থেকে নেয়া ১-২ টাকার অসংখ্য কয়েন জমা হয়, যার ওজন প্রায় ছয় মণ। ক্রেতাদের কাছ থেকে সবজি বিক্রির সময় মুদ্রাগুলো নিলেও এখন আর কেউ নিচ্ছিল না।’ ফলে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের কয়েনগুলো নিয়ে বিপাকে পড়েছিলেন বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রচারের পর দেশব্যাপী আলোচিত হলে সোনালি ব্যাংক মহাম্মদপুর শাখা পর্যায়ক্রমে কয়েনগুলো নেবে বলে জানায়। কিছু কয়েন জমাও নেয়। এরইমধ্যে ব্যবসায়ী নিয়ামুল কবির টিপু এগুলোর বিনিময়ে তাকে এক লাখ টাকা প্রদান করলেন। এতে তিনি খুবই উপকৃত ও খুশি বলে জানান খবির।