২৯ অক্টোবর ২০২০, ১২:১১
নভেম্বরে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে ১৪ নভেম্বর বাড়ানো হয়েছে। আজ সাংবাদিকদের সঙ্গে ভাচুয়াল বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। চেষ্টা করছি খুব সীমিত আকারে হরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা? তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আগামী এসএসসি-এইচএসসির বিষয়টি তুলে ধরে ডা. দীপু মনি বলেন, আগামী শিক্ষাবর্ষের জন্য খোলার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে এসএসসসি ও এইচএসির কথা বিবেচনা করে সীমিত পরিসরে খোলার কথা ভাবা হচ্ছে।