ঘণ্টার জন্য বরিশালের ডিসি কলেজছাত্রী মুনা!

  © টিডিসি ফটো

এক ঘণ্টার জন্য প্রতীকী বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব নিয়ে বাল্যবিয়ে নিরোধ, জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসন এবং কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ করেন সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাদিরা জাহান মুনা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্বে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।

বরিশাল নগরীর রুপাতলী এলাকার মেয়ে মুনা এসময় নগরী এবং জেলায় নারী এবং শিশুদের জন্য বিভিন্ন সুপারিশ মালা তুলে ধরে জেলা প্রশাসকের কক্ষে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক মুনা ও বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বক্তব্য রাখেন।

কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পূর্বে এক ঘন্টার জেলা প্রশাসক মুনাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।


সর্বশেষ সংবাদ