‘ফ্রান্সের জার্সিতে না খেলা’র খবরটি ভুয়া: পগবা’র টুইট

পল পগবা
পল পগবা  © সংগৃহীত

‘জাতীয় দল ফ্রান্সের হয়ে আর খেলবেন না পগবা’- বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যকে ভুয়া দাবি করে করেছেন পল পগবা নিজেই। সোমবার নিজের টুইটার অ্যাকউন্টে বিষয়টিকে ‘আনঅ্যাকসেপটেবল ফেক নিউজ’ লিখে  একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর বরাত দিয়ে গণমাধ্যমগুলোতে লেখা হয়, ‘ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী অবস্থানের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। মহানবী (স.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলে মন্তব্য করেন। এ ঘটনার পর ব্যঙ্গাত্মক কার্টুন আঁকায় সমর্থন দিয়েছেন তিনি।’

টুইটটি দেখুন এই লিংকে: পগবার টুইটার 


সর্বশেষ সংবাদ