মিঠামইনে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৯ জন দগ্ধ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণ  © সংগৃহীত

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু-নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

শনিবার(২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কাঠখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা হলেন- গৃহকর্তা আবদুস সালামের স্ত্রী ছিপাই বেগম (৬২), ছেলে কামাল মিয়া (৩২) ও আনু মিয়া (২৫) এবং মেয়ে তাছলিমা আক্তার (২০)। এছাড়া নাতি-নাতনিদের মধ্যে রয়েছে- পারভীন আক্তার (২০), জুয়েনা বেগম (২০), উম্মে হানিফা (৩) ও উম্মে হানি (৩ মাস)।

এতে আহতদের মধ্যে স্ত্রী ছিপাই বেগম, ছেলে কামাল মিয়া, নাতি পারভীন আক্তার ও উম্মে হানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আবদুস সালামের ছেলে জামাল মিয়া ও আনু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

কাঠখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, বিকালে হাজীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে তারা আহত হয়। গুরুতর আহত অবস্থায় আটজনকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ