৭১ টিভির বিরোধীরা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করে না: উপাচার্য
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের বিরোধিতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। আজ শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে উপাচার্য এ উদ্বেগ প্রকাশ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য বলেন, ৭১ টেলিভিশনের বিরোধিতাকারীরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী নয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কারো পক্ষে একাত্তর টেলিভিশনের বিরোধিতা করা সম্ভব নয়।
৭১ টেলিভিশনের অবদান তুলে ধরে উপাচার্য বলেন, একাত্তর টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ শুরু থেকেই নতুন প্রজন্মসহ জাতির সামনে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতএব, ৭১ টেলিভিশনের বিরোধিতাকারীরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী নয়।