সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, নৌযানসমূহকে সতর্ক থাকার নির্দেশ
সৃষ্ট স্থল নিম্নচাপটি মানিকগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করায় সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে, নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে। খবর: বাসস।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চল ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরো উত্তর দিকে এগিয়ে গত মধ্যরাতে স্থল নিম্নচাপ আকারে মানকিগঞ্জ ও তার কাছাকাছি এলাকায় (২৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল।
এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে তা দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ুচাপ পার্থক্যের কারণে অবস্থান করছে এবং এতে গভীর মেঘের সৃষ্টি হচ্ছে।
স্থল নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।