অস্বচ্ছল শিক্ষার্থীদের ট্যাব দেবে সৌদি সরকার

রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার
রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার  © সংগৃহীত

করোনাকালে ঘরে বসে অধ্যয়ন অব্যাহত রেখে ই-লার্নিং-এ উৎসাহিত করতে অস্বচ্ছল শিক্ষার্থীদের ৫৫ হাজারের বেশি ট্যাবলেট প্রদানের উদ্যোগ উদ্বোধন করেছেন রিয়াদ গভর্নর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘ঘরে বসে জানো’ বিষয়ক এক উদ্যোগের উদ্বোধন করে রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার। এই উদ্যোগে শিক্ষার্থীদের ৫৫ হাজারের বেশি ট্যাবলেট দেওয়া হবে।

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি সম্প্রসারণে শিক্ষার্থীদের ট্যাবলেট প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে রিয়াদের শিক্ষা বিভাগের মহাপরিচালক হামাদ আল ওহাইবিসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌদির ভিশন টুয়েনটি থার্টিন-এর অংশ হিসেবে ই-লার্নিং এর প্রতি সবাইকে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। সৌদি আরবের উদ্যোক্তা ও সেবা সংস্থা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সূত্র: আরব নিউজ


সর্বশেষ সংবাদ