নুরের মামলার ফাইল এখনও পাইনি: বনজ কুমার

বনজ কুমার মজুমদার
বনজ কুমার মজুমদার

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে ফাইল এখনও পাননি বলে জানিয়েছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ধানমন্ডিতে অবস্থিত পিবিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

বনজ কুমার বলেন, ‘আমরা এখনো মামলার ফাইল পাইনি। পেলে তদন্ত কাজ শুরু করব। এক্ষেত্রে তদন্তভার সিনিয়র কোনো অফিসারকে দেয়া হবে।’

এর আগে বুধবার আদালত এই মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে বিকেলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি নুরুল হক নুর প্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনগড়া, আইন বহির্ভুত, সরকারি এবং রাষ্ট্রবিরোধী অসত্য, অর্থহীন এবং উস্কানীমূলক বক্তব্য কোনো কারণ ছাড়াই নিজেকে ভাইরাল করার জন্য প্রায়পি প্রকাশ করে থাকে। গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে আসামি নুরুল হক নুর www.facebook.com/ducsuvpnur/video/235342794146777 নামীয় ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করে। সেখানে আসামি নূরুল হক নুর বাদিনীকে দুশ্চরিত্রাহীন বলে প্রকাশ করে। যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক শব্দ।


সর্বশেষ সংবাদ