১৫ অক্টোবর ২০২০, ১২:২২

ধর্ষণের প্রচার বেশি হলে প্রাদুর্ভাব বৃদ্ধি পায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © অফিসিয়াল ছবি

ধর্ষণের ঘটনার প্রচার বেশি হলে প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ধর্ষণ বেশি প্রচার হলে প্রাদুর্ভাব বাড়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অন্যায়ের বিচার নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে সরকার।’

এ সময় পঁচাত্তরে পরিবার হত্যার বিচার পাইনি উল্লেখ করে তিনি বলেন, ‘এমন আর যেন না হয়।’

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও ৭টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতেই কোর্সে মেধা তালিকায় এগিয়ে থাকা তিন প্রশিক্ষণার্থীকে প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেয়া হয় সনদ।

এ সময় জনগণের সেবায় প্রশাসনের নতুন কর্মকর্তাদের নিরলস কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, সেবা নির্বিঘ্ন করতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ ধর্ষণসহ যেন অন্যায়ের বিচার পায় সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

পাশাপাশি ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।