১৪ অক্টোবর ২০২০, ০৮:৩৮

ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী নিজেই ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং আন্দোলন শুরু করেছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইনামিক। মানুষ যেটা চায় তিনি সেটা করেন। প্রধানমন্ত্রী নিজেই ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন এবং আন্দোলন শুরু করেছেন। তিনিই নারী আন্দোলন ও নারী নেতৃত্বের পুরুধা। তিনিই জিহাদ ঘোষণা থেকে শুরু করে ধর্ষকের বিরুদ্ধে আইন পাশ করেছেন, নির্দেশনা দিচ্ছেন, আসামি ধরছেন এবং ইতিমধ্যেই মন্ত্রী সভায় মৃত্যুদণ্ড আইন পাস করেছেন।

মন্ত্রী বলেন, সরকার এত কিছুর করার পরেও যারা শেখ হাসিনার পদত্যাগ চায় এর সাথে পদত্যাগের কোনো কারণ বা ঘটনা নেই। এগুলো যারা বলেন তারা স্বার্থান্বেষী দল।

সরকারের কাজের চিত্র তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে দিক নির্দেশনা দিয়ে করোনাকে মোকাবেলা করেছেন। করোনা সময়ে খাদ্যেও কোনো ব্যত্যয় ঘটেনি। করোনাভাইরাস, বন্যা আম্ফানসহ পাঁচটি দুর্যোগ মোকাবেলা করে খাদ্যের কারণে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। তার সুযোগ্য নেতৃত্বের কারণে অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়িয়েছে।