উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল উত্তরা
দেশের বিভিন্ন জেলায় সংঘটিত হওয়া ধর্ষণের ঘটনায় অভযেুক্তদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর উত্তরা এলাকা। মঙ্গলবার (৬) অক্টোবর ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষেোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা দুপুরে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পরে মাঝ রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চারিদিকে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তবুও কেন সংশ্লিষ্টরা নীরব হয়ে বসে আছেন। আমরা প্রত্যেকটি নারী নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচার চাই। যতদিন পর্যন্ত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। যার ফলে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট তৈরি হয়েছে।
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, 'মহাসড়ক ছেড়ে শিক্ষার্থীদের অনুরোধ করেছি। যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। যত দ্রুত সম্ভব চেষ্টা করছি রাস্তা ফাঁকা করে দেওয়ার।'