৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২
উচ্চতর গ্রেড পাচ্ছেন ৬ হাজার ৪১০ জন শিক্ষক
যাচাই-বাছাই শেষে স্কুল-কলেজের ৬ হাজার ৪১০ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে ২ হাজার ৩০ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৬ সেপ্টেম্বর এমপিও কমিটির ভার্চুয়াল সভায় ২ হাজার ৩২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ৭ হাজার ২শর বেশি শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার তালিকা হয়।
তবে সে তালিকা থেকে যাচাই শেষে ৬ হাজার ৪১০ জন শিক্ষককে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। অন্যদিকে ৬৭ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার বিষয়টিতে অনুমোদন দেয়া হয়েছে।