২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৬

বনানীতে বহুতল ভবনের ১৫ তলায় আগুন

  © প্রতীকী ছবি

রাজধানীর বনানীর ১৫ তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১১টা ৩৪ মিনিটে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান।

এসময় তিনি বলেন, সকাল ১১টা ৩৪ এর দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে সংবাদ পেয়ে আমাদের ছয়টি ইউনিট ছুটে যায় এরপর তাদের সাথে যুক্ত হয় আরো দুইটি টিম। সব ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন ভয়াবহ ছিলো না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।