স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ জাতীয় পরামর্শক কমিটির

  © ফাইল ফটো

আগামী অক্টোবরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর মধ্যে এবার সীমিত পরিসরে এই উৎসব পালনের পরামর্শ দিয়েছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কমিটির চেয়ারপারসন প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম অনলাইন সভায় এ পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কমিটির চেয়ারপারসন প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূজা উদযাপনে পরামর্শক কমিটির সুপারিশে বলা হয়েছে, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। করোনা মহামারির পরিস্থিতিতে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের জন্য সভায় পরামর্শ দেয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজার আচরণ বিধি প্রস্তুত করে দেয়া প্রয়োজন বলেও জানান পরামর্শক কমিটি।


সর্বশেষ সংবাদ