তিতাস-ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ী: প্রশাসনের প্রতিবেদন

  © ফাইল ফটো

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩১ জন নিহত ও আরও ৭ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ প্রতিবেদনে মসজিদ নির্মাণ কমিটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও বিদ্যুৎ অফিস (ডিপিডিসি) দায়ী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে ৪০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মোশারফ হোসেন, ডিপিডিসির পূর্ববিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোরশেদ, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম।

প্রতিবেদন দাখিলের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, বৈদ্যুতিক স্পার্ক ও মসজিদে জমা হওয়া গ্যাস থেকেই এ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি পেয়েছি। সব কিছুই উল্লেখ রয়েছে প্রতিবেদনে। আগামীতে এ রকম দুর্ঘটনা এড়াতে কয়েকটি পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনের সঙ্গে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের ফরজ আদায় শেষে মুসল্লিরা যখন সুন্নতসহ অন্যান্য নামাজ আদায় করছিলেন সে সময় আচমকা বিস্ফোরণে ৩৭ জন আহত হন। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও মারা যান ৩১ জন। আহত ৭ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনকে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।