জানুয়ারিতে আসছে গ্লোবের করোনা ভ্যাকসিন

  © ফাইল ফটো

সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারিতে করোনাভাইরাসের প্রতিষেধক বাজারে আনার ব্যাপারে আশা প্রকাশ করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। তিনি বলেন, গ্লোবের তৈরি করোনার ভ্যাকসিনের অ্যানিমেল ট্রায়ালে আমরা যে আশা করছিলাম, সে রকমই ফল পাচ্ছি। সেপ্টেম্বর মাসের মধ্যেই আমরা এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগের জন্য আবেদন করব।

ডা. আসিফ মাহমুদ বলেন, হিউম্যান ট্রায়াল শেষে আমরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করব। আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয় তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারব।

প্রসঙ্গত, গত ২ জুলাই গ্লোব বায়োটেক দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।


সর্বশেষ সংবাদ