দ্বাদশ শ্রেণিতেও ভর্তি ফি নির্ধারণের দাবি অভিভাবকদের
চলতি বছর একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ফি নির্ধারণের মতো দ্বাদশ শ্রেণিতেও ভর্তি ফি, মাসিক টিউশন ফি নির্ধারণ করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এমপিও, আংশিক এমপিও, এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি ফি, সেশনচার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ইংরেজি মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সাড়ে আট হাজার টাকা। পাশাপাশি যারা দ্বাদশ শ্রেণিতে স্ব-স্ব কলেজে নাম উত্তোলন করবে বা দ্বাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের জন্য অনুরূপভাবে সর্বসাকুল্যে সেশনচার্জ, মাসিক টিউশন ফিসহ ভর্তি ফি ধার্য করে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো নিয়ম বা নীতিমালা না থাকায় রাজধানীর কলেজগুলাে ইচ্ছামাফিক টিউশন ফিসহ বিভিন্ন চার্জ আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মানবিক আচরণ করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু কতিপয় কলেজ কর্তৃপক্ষ তা মানছে না। এদের বাধ্য করার ব্যবস্থা নেয়ার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম।
এর আগে গত মঙ্গলবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বসাকুল্য ফি নির্ধারণ করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরুর আগেই বেসরকারি কলেজের ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।