মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে: আল্লামা শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী  © ফাইল ফটো

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী। আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস লাইন লিকেজ ও এসি বিস্ফোরণে যে সব মুসল্লি নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

আল্লামা শফী বলেন, যদিও বাহ্যিকভাবে দেশের অনেক উন্নয়ন দেখা যাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। দেশের মসজিদ-মাদ্রাসা এবং দ্বীনি মারকাজগুলোর উন্নয়নে সরকার ও দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়ে আল্লামা শফী বলেন, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বস্তরের জনগণের সমাগম হয়ে থাকে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের বৈদ্যুতিক এবং গ্যাস ব্যবস্থায় সরকারের কঠোর ভূমিকা থাকা প্রয়োজন।

নারায়ণগঞ্জে আহত এবং নিহত সবার পরিবারের প্রতি সহযোগিতায় এগিয়ে আসতে হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান আল্লামা শফী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সর্বশেষ সংবাদ