করোনা মোকাবিলায় ১০০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১০:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২০, ১০:৫৩ PM
করোনা মোকাবিলায় চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
এআইআই এর বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, ট্রেসিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়াতে এই ঋণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআই ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবে এই ঋণ দেওয়া হচ্ছে। গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিয়েছে।
এআইআইবির বিনিয়োগ কার্যক্রমের ভাইস-প্রেসিডেন্ট ডিজে পেন্ডিয়ান বলেন, ছড়িয়ে পড়া মহামারি এক অভূতপূর্ব বৈশ্বিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সামাজিক, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে ব্যাপক ও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ জরুরি প্রতিক্রিয়া এবং মহামারির প্রস্তুতি প্রকল্পের আওতায় এআইআইবি দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো, পদ্ধতি এবং সরবরাহের ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ কমিয়ে জনগণের ভোগান্তি এবং প্রাণহানির ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে।