বাইকার নারীদের নিয়ে অশালীন মন্তব্য, চিনে রাখতে বললেন শিক্ষা উপমন্ত্রী
যশোরে মেয়ে ফারহানা আফরোজের মোটর সাইকেল বহর নিয়ে চলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে এটা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। এবার এ আলোচনায় যোগ দিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উপমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘একজন নারীকে মটরবাইক চালাতে দেখে যারা তাদের নর্দমার আবর্জনাতুল্য নোংরা সংকীর্ণতার নগ্ন উন্মত্ত প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সমাজ এই সব কীটপতঙ্গদের চিনে রাখুক।
এরাই সেইসব লুকায়িত যৌন হয়রানিকারী, যারা শিষ টিটকারি টিপ্পনী কাটে, বিকৃত মানসিকতা লালন করে এবং হয় এখনো যৌন হয়রানি করার সাহস পায় নাই বা শীঘ্রই তা করতে যাচ্ছে। এদের চিনে রাখতে হবে এবং শায়েস্তা করতে হবে’’।
করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং ট্রাফিক আইন না মানার কারণে মূলত তিনি সমালোচিত হয়েছে। তবে আবার একটি মফস্বল শহরে এভাবে চলাচলে তার সাহসের প্রশংসাও করেছেন অনেকে। ফারহানার বিয়ে তিন বছর আগে হয়েছে এবং তার একটি সন্তানও রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।