অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্টের ইউনিয়ন কমিটি গঠন
সামাজিক সংগঠন ‘অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট’ (উষা) তার কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে বুড়িচং উপজেলার ০৯ ইউনিয়নে নতুন কমিটি গঠন করেছে। সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম সাকিব (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ খান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নতুন কমিটিগুলো অনুমোদন করেন।
রাজাপুর ইউনিয়ন কমিটি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার মাজহারুল ইসলামকে সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট রাজাপুর ইউনিয়ন আংশিক কমিটি গঠন করা হয়।
বাকশীমূল ইউনিয়ন কমিটি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ উল্লাহকে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান রানাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
বুড়িচং সদর ইউনিয়ন: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র মিসবাহুল বারীকে সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র গৌরব ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট সদর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
ষোলনল ইউনিয়ন কমিটি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার বাবুকে সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির বিন আলমকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট ষোলনল ইউনিয়ন আংশিক কমিটি গঠন করা হয়।
পীরযাত্রাপুর ইউনিয়ন কমিটি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সফিউল হাসান রুদ্রকে সভাপতি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল যোবায়েরকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট পীরযাত্রাপুর ইউনিয়ন আংশিক কমিটি গঠন করা হয়।
ময়নামতি ইউনিয়ন কমিটি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল সবুজকে সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট ময়নামতি ইউনিয়ন আংশিক কমিটি গঠিত হয়।
মোকাম ইউনিয়ন কমিটি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসানকে সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট মোকাম ইউনিয়ন কমিটি গঠিত হয়।
ভারেল্লা (দক্ষিণ) ইউনিয়ন কমিটি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাহপরানকে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আংশিক কমিটি গঠিত হয়।
ভারেল্লা (উত্তর) ইউনিয়ন কমিটি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সফিউল্লাহকে সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট ভারেল্লা উত্তর ইউনিয়ন আংশিক কমিটি গঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম সাকিব বলেন, ‘উষা’ বুড়িচং উপজেলার সবচেয়ে নান্দনিক এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন। উষার কর্মপরিধিকে বুড়িচং উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া এবং মহল্লায় পৌঁছে দিতে নতুন কমিটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।