ভারত-পাকিস্তানের চেয়ে দেশে করোনায় মৃত্যু হার কম: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, করোনাভাইরাসে মৃত্যুর হার পৃথিবীতে যে কটি দেশে সবচেয়ে কম তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার ১.২৫ থেকে ১.৩ শতাংশ। যা ভারত-পাকিস্তানের চেয়েও কম।
আজ বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলার ১০৩ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, দু-একটি ব্যতিক্রম ছাড়া করোনাভাইরাসের সংকটকালে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ তৈরি করেন সাংবাদিকরা। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। এই করোনাকালেও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার।
তিনি বলেন, সরকারের সমালোচনা থাকবে। না হলে বহুমাত্রিক সমাজব্যবস্থা নষ্ট হয়ে যাবে। সরকার মনে করে, সমালোচনা পথচলাকে শাণিত করে কিন্তু সমালোচনা হতে হবে বস্তুনিষ্ঠ।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
এর আগে তথ্যমন্ত্রী দুপুরে নগরীর মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র পরিদর্শন করেন। তথ্যমন্ত্রী বেতার কেন্দ্রে পোঁছালে সকল কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেটে আসেন তথ্যমন্ত্রী। আবার রাতের মধ্যেই বিমানযোগে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।