বাসের বর্ধিত ভাড়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত
করোনাভাইরাসের বিস্তার গত মার্চের শেষ দিকে দেশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় সরকার। এর পর স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে এক সিটে একজন করে বসানোর সিদ্ধান্ত হয়। ফলে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। বাসের বর্ধিত এই ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। ১ সেপ্টেম্বর থেকে পূর্বের নিয়মেই ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে গণপরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআরটিএর উপ-পরিচালক (ইনফোর্সমেন্ট) আব্দুর রাজ্জাক তিনি বলেন, আগামী ৩১ আগস্টের পর থেকে আগের ভাড়ায় বাসে যাতায়াত করা যাবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবো। ভাড়া কমানোর প্রস্তাবের সঙ্গে দুই সিটে দুজন যাত্রী বসা, প্রত্যেকের মাস্ক পরা, গাদাগাদি করে যাত্রী না তোলাসহ কয়েকটি নির্দেশনা থাকবে।