পুঠিয়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন
রাজশাহী পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ স্থাপন করা হয়েছে। ম্যুরালটি পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পুঠিয়া উপজেলা পরিষদ পথে স্থাপন করা হয়।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় প্রফেসর ডা. মুনসুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ম্যুরালের উদ্বোধন করেন। পরে পুঠিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে বঙ্গবন্ধুর জীবনী ভিক্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মুনসুর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের মাধ্যামে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপোষহীন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে শুধু বাঙালির জাতির পিতার আসনে অধিষ্ঠিত হননি; বিশ্ববরেন্য রাষ্ট্রনায়কে অধিষ্ঠিত হয়েছেন। আমরা তাকে অনুসরন করে সামনের দিকে এগিয় যাবো।
অনুষ্ঠানে রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মতিন মুকুল, রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া রাজশাহী, পুঠিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম প্রমুখ।