০৭ আগস্ট ২০২০, ১৭:৫৬

এক দিনের সব নমুনা ‘পজিটিভ’, এক সপ্তাহ ধরে পরীক্ষা বন্ধ

  © ফাইল ফটো

একদিনে করোনার সব নমুনার ফল পজিটিভ আসায় গত ১ আগস্ট থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। গত ৩১ জুলাই ল্যাবটিতে সর্বশেষ পরীক্ষা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ল্যাবটিতে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে সবগুলো ফলাফলই পজিটিভ আসে। তাই সে ফলাফল আর ঘোষণা করা হয়নি। সেদিনের পর থেকে আর কোনো করোনার নমুনা পরীক্ষাও করা হয়নি।

ল্যাবের টেকনোলজিস্টদের জানান, করোনার নমুনা পরীক্ষার যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আসলেই যন্ত্রটিতে ত্রুটি রয়েছে। বিষয়টি ধর পড়ার পর ওই ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি এখন ঠিকমতো কাজ করছে কিনা।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে ল্যাব চালু করা যাবে।