করোনা: রাজধানীতে প্রতি ১০ লাখে আক্রান্ত ১৪ হাজার
দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিভাগ। আর এই বিভাগের সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন রাজধানী ঢাকার মানুষ। এখানে আক্রান্তের হার প্রতি ১০ লাখে ১৪ হাজার ৮২৪ দশমিক ২ জন।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস পরিস্থিতি প্রতিবেদন-২৩’ থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে কম টাঙ্গাইলে। এখানে প্রতি ১০ লাখে ৩৯৬ দশমিক ৫ জন আক্রান্ত। এরপরে রয়েছে যথাক্রমে ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুরের অবস্থান।
অনলাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স তুলে ধরে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন।