নিউজপোর্টালের নিবন্ধন নিয়ে উদ্বেগের কারণ নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বিতীয় ধাপে দেশের নামকরা অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে। তিনি বলেন, অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এটা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছিলাম, ঈদের আগে যে সব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করবো।
তিনি বলেন, কয়েকটি তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। যেহেতু দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি, তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম আমরা পরে একযোগে প্রকাশ করবো।