২৯ জুলাই ২০২০, ১৮:৫৩

বাংলাদেশি রায়হানের জন্য আদালতে লড়বেন ফরাসি আইনজীবী

রায়হান কবির  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিক দুর্দশা নিয়ে আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ার অপরাধে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের মুক্তির জন্য আদালতে লড়বেন ফরাসি আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞ ফিলিপ সিমনে।

এর আগে বাংলাদেশি তরুণ রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার ২ জন আইনজীবী। ইতিমধ্যে তারা দুজনে কাজও শুরু করেছেন। এদিকে দেশটির সরকারেরর অনুমতি পেলে ফিলিপ সিমনেও সে দেশে যাবেন বলে জানিয়েছেন।

দেখুন: বাংলাদেশি রায়হানের জন্য লড়বেন মালয়েশিয়ার ২ আইনজীবী

রায়হান কবিরের মুক্তির জন্য ফিলিপ সিমনেকে নিয়োগ দিয়েছে অল ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন।

ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ জানান, মালয়েশিয়ায় রায়হান কবিরের মুক্তির জন্য আমরা আয়েবা এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে ফরাসি আইনজীবী ফিলিপ সিমনেকে নিয়োগ দিয়েছি। এ বিষয়ে প্যারিসের মালয়েশিয়ার দূতাবাস ও কুয়ালালামপুর প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য কাজ চলছে।