দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১০:৫৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২০, ১১:০৭ PM
দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আরও দুই হাজার সহকারী সার্জন পদ সৃষ্টি করা হলেও আপাতত সেই নিয়োগ হচ্ছে না। জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।
জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৪৭০টি উপজেলা হাসপাতালে সহকারী সার্জন (ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ইন্ডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট ও অ্যানেস্থিসিয়া) পদে চিকিৎসক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সেই দুই হাজার চিকিৎসক নিয়োগের স্মারকটি বাতিল করা হয়।