২৬ জুলাই ২০২০, ২২:২১

লক্ষ্মীপুরে জমছে হাট, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

  © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সময় গড়ানোর সাথে সাথে হাট ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার প্রবনতা খুব কমই লক্ষ করা গেছে। যদিও হাটে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।

মাস্ক থাকলেও তা হাতে, পকেটে কিংবা থুতনিতে ঝুলিয়ে রাখতে দেখা গেছে। হাটে একদিক দিয়ে প্রবেশ ও অন্যদিক দিয়ে বের হওয়ার বিধি থাকলেও তা পালনেও অবহেলা রয়েছে যথেষ্টই। যে যার মতো প্রবেশ ও বের হচ্ছে। হাটের শৃঙ্খলায় নিয়োজিতদের এসব বিষয় দেখার কথা থাকলেও তাদের রয়েছে যেন ঝিমিয়ে পড়া ভাব।

অন্যদিকে হাটে বৃদ্ধদের না আনার নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই। হাটে চিত্র দেখে বোঝার উপায় নেই যে করোনা’র মতো মহামারী চলছে। সবাই আগের মতোই সবকিছু করছে। হাটে সবকিছু স্বাভাবিক থাকলেও স্বাস্থ্যবিধি পালন করতেই যেন ক্রেতা- বিক্রেতাদের যত অনীহা।অন্যদিকে প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে হাটে দেশি-বিদেশি গরু নিয়ে এসেছেন গরু ব্যাপারীরা।

জেলা সিভিল সার্জনের বরাতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, গত ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত এক ২৮৬ জন। যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় ৭৪৫ জন। এরমধ্যে পৌরসভায় ৩৯৭ জন। রায়পুর উপজেলায় ১১৫ জন, রামগঞ্জ উপজেলায় ১৮৯ জন, রামগতি উপজেলায় ৭৫ জন এবং কমলনগর উপজেলায় ১৬২ জন করোনায় সংক্রমিত হয়েছে।