২৩ জুলাই ২০২০, ২০:০৫
নানাবাড়ির উঠানে পা পিছলে প্রাণ গেল স্কুলছাত্রের
নানাবাড়ির উঠানে পা পিছলে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আফিল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম রোহান হোসেন (১১)। নিহত রোহান লালপুর বালিতিতা গ্রামের শফিউদ্দিনের ছেলে ও বালিতিতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে রোহান। বৃহস্পতিবার বিকেলে রোহান উঠানে পা পিছলে পড়ে যায়। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে। গুরুতর অবস্থায় রোহানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, রোহান মৃগী রোগে আক্রান্ত ছিল। ঘটনার সময় ওই রোগে আক্রান্ত হয়ে পড়ে যায় সে। এ সময় ঘাড়ের রগ ছিঁড়ে রোহানের মৃত্যু হয়।