বিশ্বসেরা চিন্তাবিদের তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম
বিশ্বের ৫০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী প্রসপেক্ট এ তালিকা প্রকাশ করেছে।
সাময়িকীতে বলা হয়েছে, ব্যবহারিক ধারণা ও চিন্তা সম্পর্কে অজানা প্রশ্নের উত্তর দিতে মানুষের মাঝে উপলব্ধি তৈরির চেয়ে জরুরি কিছুই নেই। প্রকৃতির সাথে মিল রেখে ভবন তৈরিতে বাংলাদেশি স্থপতি তাবাসসুম তার তৈরি নকশাগুলোতে আমরা সম্মিলিতভাবে পৃথিবীর কী করে যাচ্ছি তার চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন, বলা হয় সাময়িকীতে।
সম্প্রতি তিনি স্থানীয় উপকরণ দিয়ে হালকা ওজনের ঘর তৈরি করে দেখিয়েছেন, যা সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। নদী বা সমুদ্রের পানি বাড়ার সাথে সাথে বাংলাদেশকে নিয়মিতই যে সমস্যার সম্মুখীন হতে হয় তার একটি সমাধান দেবে এ প্রযুক্তিটি।
সুলতানি যুগের আদলে পোড়ামাটির ইটের তৈরি স্থপতি মেরিনা তাবাসসুমের বায়তুর রউফ মসজিদটিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এমনভাবে তৈরি করা যাতে পানি আসলে এটি ভেসে থাকতে পারে।
মসজিদটির নকশা তৈরির জন্য স্থাপত্য পুরস্কারের অন্যতম প্রাচীন ও সম্মানজনক পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।