৮ দিনেও করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় না রাজশাহীতে
রাজশাহী পুঠিয়া থেকে পাঠানো করোনা টেস্টের নমূনা রিপোর্ট ৮ দিনেও মিলছেনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো নমূনাগুলো কবে নাগাদ পরীক্ষা হবে তাও জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে নমূনা দেয়া অনেকেই বিষয়টি হতাশ দেখিয়েছেন।
রাজশাহী জেলা সিভিল সার্জন মো. এনামুল হক বলেন, রাজশাহী জেলা একটু অবহেলিত। কারণ মেডিকেল কর্তৃপক্ষ আগে তাদের নিজেদের রিপোর্টগুলো দেবে। এরপরে পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবিসহ রাজশাহী সিটি কর্পোরেশনের বাসীন্দারা রিপোর্ট পাচ্ছেন।
তিনি জানান, এরপরে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাসীন্দারা পাচ্ছেন। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার নমুনাও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে আসছে; তাই বেশি সময় লাগছে।
রাজশাহী পুঠিয়া উপজেলার ৫নং শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল অভিযোগ করেছেন, তিনি নিজের এবং পরিবারের আরও ৪ সদস্যর নমূনা গত ১২ জুলাই পাঠিয়ে আজও রিপোর্ট পাননি।
এ বিষয়ে রাজশাহী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, এ পর্যন্ত ৩৬০ জনের নমূনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৩৫ জনের রিপোর্ট দেয়া হয়েছে। আরও ৩৫ জনের নমূনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে।