সাংবাদিকদের অনুপস্থিতিতে দুপুরে ফাহিমকে সমাহিত করা হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৪:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২০, ০৫:২০ PM
পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের নামাজে জানাজা নিউইয়র্কের স্থানীয় সময় রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত না থাকার অনুরোধ করা হয়েছে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কে এসেছেন। ফাহিমের পরিবার সূত্রে এসব জানা গেছে।
পরিবার সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বিভাগ থেকে নিহত ফাহিমের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে। এ জন্য ফাহিম সালেহর জানাজা ও সমাহিত করার আয়োজনে সাংবাদিকদের উপস্থিতির অনুমোদন নেই। তদন্তের স্বার্থে তাদের দেওয়া উপদেশ পালন করছেন ফাহিমের পরিবার।
জানা গেছে, পরিবারের পক্ষ থেকে তার খালাত বোন যিনি প্রথম ফাহিমের মরদেহ ওই অ্যাপার্টমেন্টে দেখতে পেয়েছিলেন তিনি এবং ফাহিমের ছোট বোন পুলিশের সঙ্গে সব রকম যোগাযোগ ও সহযোগিতা করছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ফাহিমের মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি ইলেকট্রিক করাত জব্দ করে নিউইয়র্ক পুলিশ। ঘটনাস্থলেই শরীরের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে। এর মধ্যে হাত-পা বিহীন ধড়, বিচ্ছিন্ন মাথা, হাত এবং দুই পা পাওয়া যায়।