করোনা পরীক্ষা করা হবে সাহেদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২০, ১০:২৫ PM
প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তিনি নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করেছেন। সরকারি আইনজীবী আব্দুল্লাহ আবু এই তথ্য জানিয়েছেন।
মো. সাহেদ প্রকাশ্য আদালতে এই দাবি করলেও তার আইনজীবীকে জানিয়েছেন, তিনি এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
গোয়েন্দা পুলিশ বলেছে, গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষায় অভিযুক্ত সুস্থ ছিল এবং এখন মো. সাহেদ আদালতে বা আইনজীবীর কাছে যে বক্তব্যই দিক না কেন, তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
করোনাভাইরাসের ভুয়া পরীক্ষা এবং চিকিৎসায় প্রতারণার নানা অভিযোগে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত থেকে র্যাব মো. সাহেদকে গ্রেফতার করেছে। বুধবারই র্যাব তাকে গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
কোমরে দড়ি বেঁধে এবং হাত কড়া পরিয়ে মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গোয়েন্দা পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেছিল বৃহস্পতিবার সকালে। তার মাথায় হেলমেট এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল।
সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর বা পিপি আব্দুল্লাহ আবু জানিয়েছেন, চিকিৎসায় প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশ ১০দিনে রিমাণ্ডের আবেদন করেছিল। আদালত ১০দিন জন্যই রিমাণ্ড মঞ্জুর করেছে। এর শুনানির সময়ই মো. সাহেদ আদালতে নিজেকে করোনাভাইরাস আক্রান্ত বলে দাবি করেন।
তিনি বলেন, আদালতে সাহেদ শুধু বলেছে, সে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করেছি। আর বলেছে, আমি করোনার রোগী। একথাটাই বলতে পেরেছে। আর কিছু বলতে পারেনি।