১৫ জুলাই ২০২০, ১৬:০৮

রিজেন্টের সঙ্গে চুক্তি: স্বাস্থ্য সচিবকে দায়ী করলেন ডিজি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক  © ফাইল ফটো

রিজেন্ট হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলবের লিখিত জবাব জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নানের কাছে লিখিত এই জবাব জমা দেন তিনি।

ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য সচিবকে মৌখিকভাবে জানিয়েছেন, আগের স্বাস্থ্য সচিব মো: আসাদুল ইসলামের মৌখিক নিদের্শেই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি হয়েছে। রিজেন্টের সাথে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে সচিবালয়ে স্বাস্থ্য সচিব ব্রিফ করেছেন।

টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে গত ৭ জুলাই সিলগালা করে দেয়া হয়েছে ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়।

এর আগে গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর যখন কোনো হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে রাজী হচ্ছিলোনা তেমন প্রেক্ষিতে রিজেন্টসহ তিনটি হাসপাতালের সাথে চুক্তি করে স্বাস্থ্য বিভাগ।

চুক্তির আওতায় সরকার সেখানে ডাক্তার, নার্সসহ কিছু জনবলও নিয়োগ দেয়। হাসপাতালটির করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার কথা ও পরে সরকার সেই টাকা পরিশোধ করার কথা ছিলো।