১৪ জুলাই ২০২০, ১১:০৬

করোনা আতঙ্কে মায়ের মরদেহ ফ্ল্যাটের বাইরে রাখলেন ছেলে!

  © প্রতীকী ছবি

করোনা উপসর্গ দেখা দেয়ার পর সোমবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বৃদ্ধার। এদিকে রাস্তা থেকে ফিরে এলেও বৃদ্ধার দেহ বাড়িতে না ঢুকিয়ে ফ্ল্যাটের দরজার সামনেই রেখে দিলেন স্বজনরা। কয়েক ঘণ্টা পড়ে থাকার পরে স্থানীয় পৌরসভার গাড়ি এসে মৃতদেহটি নিয়ে যায়। সোমবার এমনই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়া শহরে।

লিলুয়ার বাসিন্দা ওই বৃদ্ধার ছেলের দাবি, মায়ের করোনা হয়েছে, সেটা তো পরে জেনেছি। তার আগেই উনি মারা গিয়েছেন। আমাদের কিছু ধর্মীয় রীতি অনুযায়ী মৃতদেহ ঘরে রাখা হয় না। তাই বাইরে রেখেছিলাম। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ৫৪ বছর বয়সী ওই বৃদ্ধা। কাশি, শ্বাসকষ্টের সমস্যাও ছিল। গত রবিবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। তার ছেলে বলেন, এ দিন ভোরে মায়ের শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। রাস্তাতেই তিনি মারা যান।

কিন্তু মাঝরাস্তা থেকে ফিরে এসে সকাল সাতটা নাগাদ ফ্ল্যাটের সামনে দেহ ফেলে রাখলেন কেন এই প্রশ্নের জবাবে ওই যুবক বলেন, আমাদের কেউ বাধা দেয়নি বরং প্রতিবেশীরা সকলেই এগিয়ে এসেছিলেন সহযোগিতার জন্য। মায়ের কভিড পজিটিভ জানার পর পৌরসভার গাড়ি এসে মৃতদেহ নিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকা জীবাণুনাশক ছড়ানো হয়। সেই সাথে মৃত বৃদ্ধার দুই ছেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।