কোরবানিকে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে: মাওলানা ইসহাক
করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রবীণ ধর্মভিত্তিক রাজনীতিক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
আজ শুক্রবার বিকালে খেলাফত মজলিসের এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়। কোরবানি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে।
কোরবানির প্রতি গুরুত্বরোপ করে মাওলানা ইসহাক বলেন, যারা এমন করছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের ওপর কোরবানি ওয়াজিব তাদেরকে যথাযথভাবে পশু কোরবানি দিতে হবে।
খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের শাখাসমূহের শূরা সদস্যদের নিয়ে জোন পরিচালক মাওলানা এ কে এম আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন খুলনা জোনের সহকারী পরিচালক ডা. আবদুর রাজ্জাক।