‘স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার হবে’

  © ফাইল ফটো

দেশের স্বাস্থ্য খাতে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনি অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের কল্যাণেই এসব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার কমিশনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বছরমেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ওপর দাখিল করা প্রতিবেদনের বিষয়ে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ।

ইকবাল মাহমুদ বলেন, দেশের অর্থপাচার বন্ধে দ্রুত সময়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে সিআইডি, জাতীয় রাজস্ববোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। কীভাবে এসব সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করা যায়, তা কমিশনের কৌশলপত্রের আলোকে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দুদকের নিয়মিত অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে ত্রাণ চোর ও স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

দুদকের আইসিটি ও প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, মো. মফিজুর রহমান ভূঞা, মো. জহির রায়হান, মো. রেজানুর রহমান, সাঈদ মাহবুব খান, মো. জাকির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ