কাতার থেকে ফিরলেন আটকে পড়া ১৫৯ বাংলাদেশি
মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে কাতারে বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়া ১৫৯ বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা। বার্তা সংস্থা ইউএনবি জানায়, দোহা থেকে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চার মাস ধরে বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। এছাড়াও ফ্লাইটটিতে সবাই দোহা থেকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন। তাই কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
তিনি আরও বলেন, “বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।”
ইতিমধ্যে সংস্থাটি করোনা পরিস্থিতিতে চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।