ঈদে বেশি বোনাসই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  © ফাইল ফটো

আগামী ১ আগস্ট কোরবানী ঈদের সম্ভাব্য দিন ধরে বার্ষিক বর্ধিত জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা প্রদান করা হবে। ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে তা পরবর্তী মাসের বেতন বা পেনশন হতে বর্ধিত টাকা সমন্বয় করা হবে।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে গত ৫ জুলাই সরকারি চাকরিজীবীদের বেতন কোন মাসের হিসেবে দেওয়া হবে তা ঠিক করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল হিসাব মহানিয়ন্ত্রক।

জানা গেছে, আগামী ১ আগস্ট ঈদ হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাবেন সরকারি চাকরিজীবীরা। আর যদি ঈদ ৩১ জুলাই হয় তাহলে তারা বোনাস পাবেন জুন মাসের মূল বেতনের সমান।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১ আগস্ট। যেহেতু উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদুল আজহা ৩১ জুলাইও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের উৎসবভাতা গত মাসের আহরিত মূল বেতন বা পেনশনের ওপর পরিশোধিত হবে নাকি জুলাই মাসের মূল বেতন বা পেনশনের ওপর ভিত্তি করে প্রদেয় হবে সে বিষয়ে জটিলতা সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ