২৬ জুন ২০২০, ২২:৫৯

বিদ্যালয়ে প্রবেশের আগে শিশুদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

  © ফাইল ফটো

বিদ্যালয়ের কক্ষে প্রবেশের আগেই শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আজ শুক্রবার (২৬ জুন) নওগাঁয় মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৫ম পর্যায়) বিষয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিশুর নৈতিক শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টি করে। যা পরবর্তীতে ব্যক্তি জীবন গঠন তথা সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী বিভাগের ট্রাস্টি তপন কুমার সেন, ড. মো. মোয়াজ্জেম হোসেন অতিরিক্ত সচিব অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।