এবার লকডাউন হচ্ছে ওয়ারী

  © ফাইল ফটো

গত ৯ জুন পরীক্ষামূলকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ারী এলাকা লকডাউন হতে যাচ্ছে। ডিএসসিসির এই এলাকা ‘রেড জোন’ এর মধ্যে পরায় লকডাউন হচ্ছে ওয়ারী ।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ওয়ারী লকডাউনের বিষয়ে কথা বলতে বৈঠক ডেকেছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই বৈঠক থেকেই ওয়ারী লকডাউনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, ওয়ারী এলাকাটি রেড জোন, সেটি আগেই বলা হয়েছিল। এতদিন আমরা ম্যাপিংয়ের অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু ম্যাপ পেয়েছি, তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আমাদের বাকি প্রস্তুতি শেষ।

এমদাদুল হক বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকালে মেয়রের সভাপতিত্বে লকডাউন কমিটির বৈঠক ঢাকা হয়েছে। সেখানে পুলিশ, কাউন্সিলর, স্বাস্থ্য অধিদফতর, এটুআই প্রকল্পসহ সংশ্লিষ্ট সবাইকে ডাকা হয়েছে। আমরা এখন কিভাবে লকডাউন কার্যকর করব, সেই প্রস্তুতি নিচ্ছি। আগামীকালকের বৈঠকে কবে থেকে এলাকাটি লকডাউন শুরু হবে, সে বিষয়েও ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, লকডাউনের জন্য রেড জোন হিসেবে তালিকায় থাকা ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের সুপারিশকৃত এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।


সর্বশেষ সংবাদ